২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কম দামের স্মার্টফোনেও চার্জার দেবে না স্যামসাং

-

অ্যাপল প্রথম স্মার্টফোনের সাথে চার্জার না দেয়ার রীতি চালু করে। এরপর স্যামসাংও একই পথে হাঁটছে। এর অংশ হিসেবে গত বছর গ্যালাক্সি এস২১ সিরিজে চার্জার দেয়নি প্রযুক্তি জায়ান্টটি। এবার সাশ্রয়ী মূল্যের স্মার্টফোনেও চার্জার দেবে না স্যামসাং।
অ্যাপলের যেকোনো সিদ্ধান্ত নিয়ে প্রথমে উপহাস করা এবং পরে তা গ্রহণের ক্ষেত্রে স্যামসাংয়ের দীর্ঘ ইতিহাস রয়েছে। সেটি হোক নচ ডিসপ্লে, ইয়ারফোন জ্যাক, মাইক্রোএসডি কার্ড বা চার্জার। ২০২০ সালে আইফোনের সাথে চার্জার না দেয়ার বিষয়ে ব্যঙ্গাত্মক বিজ্ঞাপন প্রকাশের পর তা অপসারণের সময় হাতেনাতে ধরা পড়ে স্যামসাং।
সিদ্ধান্ত অনুসরণের পাশাপাশি স্যামসাং অ্যাপলের আত্মপক্ষ সমর্থনের বিষয়টিও নিজেদের নামে চালিয়ে দিয়েছে এবং এ সিদ্ধান্তকে পরিবেশ রক্ষার সাথে সম্পর্কিত বলে জানিয়েছে। কিন্তু আপাতদৃষ্টিতে আলাদা বক্সে চার্জার বিক্রি করলে যে বর্জ্যরে পরিমাণ আরো বাড়বে, সে বিষয়টি এড়িয়ে যাচ্ছে। প্রযুক্তিবিদ ও সংশ্লিষ্টরা ধারণা করেছিলেন শুধু ফ্ল্যাগশিপ সিরিজের গ্যালাক্সি স্মার্টফোনেই এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। তবে মিড রেঞ্জ ও সাশ্রয়ী মূল্যের স্মার্টফোনের ক্ষেত্রে একই সিদ্ধান্ত বহাল রাখার বিষয়টি চমকে দিয়েছে।


আরো সংবাদ



premium cement